ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা অনুষদের (খ ইউনিট) পরীক্ষা আজ। গতকাল শুক্রবার প্রথমদিন অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা। এতে মোট ভর্তিচ্ছু ১১ হাজার ২১০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৭০০ জন। উপস্থিতির হার ৭৮ শতাংশ। আজ কলা অনুষদের (খ ইউনিট) পরীক্ষায় অংশ নিবে ২ হাজার ৮৪৬ জন। গতকাল সকাল ১১টায় শুরু হয় ক ইউনিটের পরীক্ষা, শেষ হয়েছে সাড়ে ১২টায়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালীন সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুন্ন রাখতে প্রস্তুত।
আগত ছাত্রী ও মহিলা অভিভাবকদের জন্য প্রীতিলতা, শেখ হাসিনা, শাসসুন নাহার হলসমূহ সকাল সাড়ে ছয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা ছিল। পরবর্তী দিনগুলোতেও এরকম খোলা থাকবে বলে জানা যায়। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সকাল ৮টা ১৫ মিনিটে একটি ট্রেন চট্টগ্রাম নগরীর বটতলী থেকে ছেড়ে এসেছে, যা দুপুর ১টা ৪৫ মিনিটে আবার শহরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজও একই সূচিতে ট্রেন চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, কোনরকম সমস্যা ছাড়াই ক ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা শিক্ষার্থী-অভিভাবকদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। স্বাস্থ্যবিধি মানতে সব অনুষদের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৯ অক্টোবর চারুকলা অনুষদের (চ ইউনিট) পরীক্ষায় প্রায় ১ হাজার জন, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদে (গ ইউনিট) ৩ হাজার ৫৫৫ জন, ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদে (ঘ ইউনিট) ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।












