কয়েক ডজন শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ছেড়ে যাওয়া কয়েক ডজন ছোট শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেইনীয় সেনারা। খেরসন প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানী শহর খেরসন থেকে মস্কো তাদের বাহিনীগুলো সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন বৃহস্পতিবার এ দাবি জানায় তারা। খবর বিডিনিউজের।
ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী এসব শহরে বহু স্থল মাইন পেতে রেখে গেছে। ইউক্রেইনীয় একজন সামরিক বিশ্লেষক ও মিডিয়া ভাষ্যকার বলেছেন, ইউক্রেইনীয় বাহিনীগুলো খেরসন শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার রাতে ইঙ্গিত পাওয়া গেছে। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খেরসন শহর ছাড়তে রুশ বাহিনীর অন্তত এক সপ্তাহ লাগবে। তিনি জানান, এখনও ওই অঞ্চলে রাশিয়ার ৪০ হাজার সেনা আছে এবং গোয়েন্দা তথ্যে দেখা গেছে তাদের সেনারা শহরটিতে ও এর আশপাশে অবস্থান করছে।
বুধবার এক ঘোষণায় রাশিয়া জানিয়েছে, তারা খেরসনসহ নিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তাদের বাহিনীগুলো প্রত্যাহার করে নিচ্ছে। ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর খেরসনই একমাত্র প্রাদেশিক রাজধানী যা রাশিয়া দখলে নিতে পেরেছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম জয় পেল রেলওয়ে রেঞ্জার্স
পরবর্তী নিবন্ধঅন্নদাঠাকুরের আবির্ভাব উৎসবের প্রস্তুতি সভা