কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা : মঞ্জু

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা একবার একদলকে, আরেকবার আরেক দলকে খুশী করে চলার নীতি গ্রহণ করেছে। কখনো কখনো মনে হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশাহারা। তারা যে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সে ব্যাপারে আস্থা স্থাপন করা কঠিন। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসকল উস্মার কথা জানান। ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা) ইয়ামিনুর রহমান ও যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। নানামুখী বিশৃঙ্খলার কারণে এখনো নিশ্চিত নয় যে নির্বাচন সুষ্ঠু হবে কি না! বিএনপিজামায়াতএনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, এটি খুবই দুঃখজনক। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে আক্রমণ করে কারাগারে নিক্ষেপ করিছিলেন, সাগররুনির হত্যার রহস্য বছরের পর বছরেও উদঘাটন করা যায়নি। দেশের সম্পদ বিদেশে পাচার করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নেই আমাদের পথচলা
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে রিকশাচিত্র কর্মশালা