কড়া সমালোচনার পর ভিডিওতে ইমরান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫২ পূর্বাহ্ণ

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা বাজে কাজ করে ফেলেছিল। স্বাধীনতা দিবসের ভিডিওতে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার ইমরান খানকে না রেখে তোপের মুখে পড়ে তারা। প্রচুর সমালোচনার পর এবার নতুন করে ভিডিও প্রকাশ করে তারা। এবার সেই ভিডিওতে রাখা হয়েছে ইমরান খানের ছবি। দুই মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিওটি নিয়ে পিসিবি লেখে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পিসিবি প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি ছিল সংক্ষিপ্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। পূর্ণাঙ্গ ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে।’ এর আগে নিজেদের ক্রিকেটীয় অর্জনগুলোর মুহূর্ত একত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দুই মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে এক পলকের জন্যেও জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের। তাই সমর্থকদের তোপের মুখে পড়েছিল পিসিবি। শুধু পাকিস্তান নয়, ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান। তার নেতৃত্বেই ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর পাকিস্তানের জাতীয় নায়কে পরিণত হন ইমরান। নিজের তুমুল জনপ্রিয়তা দেখে ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন সাবেক এই ক্রিকেটার। সমর্থকদের মধ্যে অনেকেই মনে করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইমরানের ছবি ব্যবহার করেনি পিসিবি। সমপ্রতি ৭০ বছর বয়সী ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজ-পরীর আলিঙ্গন, কি বার্তা দিল
পরবর্তী নিবন্ধএএফসি কাপ বাছাইয়ে আবাহনীর প্রতিপক্ষ মোহন বাগান