উত্তর কোরিয়ার ছোড়া ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্টায় পরদিনই সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ংকে সাবধান করল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার তাদের এই শক্তিমত্তার প্রদর্শনী কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলেই অনুমান করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্রের সবগুলোই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছুড়েছে একটি, দক্ষিণ কোরিয়া ৭টি। খবর বিডিনিউজের।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল বলেছেন, তার সরকার উত্তরের প্রতিবেশীর যে কোনো উসকানির কড়া জবাব দেবে। সিউলে এক অনুষ্ঠানে তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা কেবল কোরীয় উপদ্বীপের শান্তির জন্যই হুমকি নয়, এটি উত্তরপূর্ব এশিয়া ও সমগ্র বিশ্বের জন্যই হুমকি। সামপ্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নিয়মিত যৌথ সামরিক মহড়া করতে দেখা যাচ্ছে, এই মহড়াগুলোই পিয়ংইয়ংকে আরও তাঁতিয়ে দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার ওপর ভর করে দক্ষিণ কোরিয়ার নতুন সরকার পিয়ংইয়ংকে তার পেশির জোর দেখাতে চাইছে। দক্ষিণ কোরিয়া আগের সরকারের আমলে এমনটা দেখা যায়নি। সামপ্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়াকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানান পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফর শেষে গত ২৫ মে-তেও তারা তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। শনিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌযানগুলো জাপানি দ্বীপ ওকিনাওয়া আন্তর্জাতিক জলসীমার কাছে তাদের তিনদিনের মহড়া শেষ করে।