রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি রক্ষার সঙ্গে তাদের অস্তিত্ব নির্ভর করে। এসমস্ত বিষয়গুলো যদি না থাকে তাহলে তাদের পরিচয়ও থাকেনা। তাদের ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, চর্চা এবং বিকাশের জন্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট যৌথভাবে কাজ করতে পারে। গতকাল মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে রাঙামাটি জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি উন্নয়নে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। তিনি আগামী এপ্রিলের মধ্যে বৈসাবির আগে ৭টি সম্প্রদায়ের ৭টি ভাষা শিক্ষার অভিধান তৈরি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাচীন অলংকার, ঐতিহ্যবাহী পোশাক সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী নাচ-গান প্রশিক্ষণের জন্য প্রকল্প প্রস্তাব পরিষদে পেশ করার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, বিপুল ত্রিপুরা, সবির কুমার চাকমা, দিপ্তীময় তালুকদার, রেমলিয়ান পাংখোয়া, সাগরিকা রোয়াজা, মংসুই প্রু মারমা, সাধারণ সম্পাদক খংউচিং মারমা, অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বিনয় চাকমা, শান্তি চাকমা বক্তব্য রাখেন। সভায় বক্তারা রাঙামাটি জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে পরিষদ থেকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।












