ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের হেমন্ত মেলা শুরু

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর বাওয়া কিন্ডারগার্টেন স্কুল অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন মেমসাহেবের আয়োজনে গতকাল বুধবার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ৪ দিনব্যাপী হেমন্ত মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব। মেমসাহেবের প্রতিষ্ঠাতা ফারিহা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি আবিদা মোস্তফা, চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার নাঈমুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি বলেন, অনলাইনে কাজ করেন এমন উদ্যোক্তারা যদি সুযোগ পায় আরো বৃহৎ পরিসরে কাজ শুরু করতে পারবে। তাদেরকে সহায়তা করতে, সহজ শর্তে ঋণ দিতে সকল সরকারি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। এর আগে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে অনলাইন উদ্যোক্তাদের কাজ পরিদর্শন করে তাদের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধক এস এম আবু তৈয়ব বলেন, করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সকলে মিলে সহায়তা করতে হবে যেন কেউ হারিয়ে না যায়।
উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আবিদা মোস্তফা বলেন, অনলাইনে যারা কাজ করেন তাদের সকলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। যে ভবিষ্যতে বড় উদ্যোক্তা হতে পারে। চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, অনলাইনে যারা কাজ করেন তাদেরকে সহায়তা করবে সিটি কর্পোরেশন। যেন অর্থনীতিতে তারা জোরালো ভূমিকা রাখতে পারে। মেলায় ২৪ টি স্টলে ৫২ জন অনলাইন উদ্যোক্তা অংশগ্রহণ করেন তাদের তৈরি কৃত জুয়েলারী, নকশী কাপড়সহ নানা ধরনের পণ্য নিয়ে। মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জন্ডিস ও হেপাটাইটিস রোগীর চিকিৎসায় হোমিও প্রতিবিধান’ বিষয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা বিএনপির স্মারকলিপি