ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প সম্মিলিত পরিষদের সভা

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

সম্মিলিত পরিষদ, চট্টগ্রাম ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্পদের নিয়ে মতবিনিময় সভা গত বুধবার ওয়াল পার্কে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এ এন এম সাইফুদ্দীনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ এর সাবেক ১ম সহসভাপতি ও সম্মিলিত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ উল্লাহ। বক্তব্য রাখেন সাবেক ১ম সহসভাপতি শাহাব উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, মোহাম্মদ নাছির উদ্দীন আহমদ চৌধুরী, মাঈনুদ্দীন আহমেদ মিন্টু, সহ-সভাপতি এ এম সেলিম, পরিচালক মো. মুসা, প্রেসিডিয়াম মেম্বার ও বিকেএমইএ এর পরিচালক শওকত ওসমান, সাবেক পরিচালক সাব্বির মোস্তাফা, হেলাল উদ্দিন তুফান, বাবু প্রদীপ, আবুল হাসনাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা আ. লীগের কার্যকরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধউত্তর জেলা আ. লীগের সভা, কাল থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি