ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন প্রকল্প

রাউজানে বিজ্ঞান মেলা

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাউজানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০টি স্টলে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ধারণা উপস্থাপন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চলনায় এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহেফজখানার শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কেন্দ্রীয় যুবলীগ নেতা রাসেলকে সংবর্ধনা