যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার সময় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আকাশে বিধ্বস্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার উপকূলীয় নগরী গ্যাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তার জন্য ক্ষমা চেয়েছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার একটি হাইয়ুনমো-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয় এবং মহড়া চলাকালে বিধ্বস্ত হয়। উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান হুমকির মধ্যেই এ ঘটনা ঘটায় গ্যাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেশি। তবে ক্ষেপণাস্ত্র বিধ্বস্তের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটিতে একটি ওয়ারহেড থাকলেও সেটি বিস্ফোরিত হয়নি। খবর বিডিনিউজের।