মা’র কোলে যে শিশুটি শুয়ে আছে নিশ্চিন্ত মনে-
একজন ঘাতক তার কণ্ঠনালীটা
ফাঁক করে দিতে পারে অনায়াসে!
বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিতান্ত নিষ্ঠুর ভাবে –
নাৎসি শিবিরে যেভাবে খুন হয়েছে শিশু, তেমনি
‘মায়ের কোলে ঘুমন্ত শিশু’ – এমন একটি
পবিত্র দৃশ্য পারলো তারা নষ্ট করতে!
সামান্য বেয়োনেটের নিষ্ঠুর আঘাতে,
তোমরা কী বলবে তাকে? মানুষ? নাকি অন্য কিছু?
যারা করেছে সব জঘন্য – হত্যা – নির্মম,
করেছে রোধ সহগ্র শিশুর সম্ভাবনাময় কণ্ঠ
প্রস্ফুটিত পদ্মের মতো- রক্তিম, সৌরভময়!
ওদের ক্ষমা করার দুঃসাহস নেই আমার!
যে শিশুটির গালে আমি চুম্বন একে দিতাম অজগ্র,
সেই শিশুটিকে তারা করেছে খুন!
ভেঙেছে স্বপ্ন আমার আনন্দময়!
তাই ওদের ক্ষমা করার মতো দুঃসাহস
কখনোই হবে না আমার।