ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে

অলংকার মোড়ে লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে যা বলে তার বিপরীত কাজ করে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাক্‌স্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে। তাই সরকারের এসব অপকর্মের জবাব দিতে তিনি শনিবারের (আজ) বিএনপির সমাবেশ সফল করার আহ্বান জানান।

গতকাল বিকালে পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাগরিকা ও অলংকার মোড়ে লিফলেট বিতরণকালে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, মহানগর বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক সম্পাদক আরিফ মেহেদী, ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, মহানগর যুবদলের সহ সভাপতি দিদারুল ফেরদৌস, বিএনপি নেতা নূর সেলিম বাঙালী, রায়হান মাহমুদ, জাফর আহমেদ, হারুন চৌধুরী, হারুন পাটোয়ারী, সৌরভ শাহীন, পাহাড়তলী থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, বিএনপি নেতা নাজিম উদ্দিন, ফখরুল হাসান রাজু, নেজাম উদ্দিন বুলু, থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বশর আহম্মেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব অব আন্দরকিল্লার চার্টার প্রেজেন্টেশন
পরবর্তী নিবন্ধশহীদ সাইফুদ্দিন খালেদের কবর জেয়ারতে মাহতাব উদ্দিন চৌধুরী