ক্ষমতা হারানোর ভয়ে আ. লীগ এখন দিশেহারা

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এম এ আজিজ

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ বলেছেন, জনগণের প্রতিবাদ বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যায় মেতে ওঠেছে সরকার। তারা পুরো দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। বিনাভোটে ক্ষমতায় থেকে সরকার এখন বেপরোয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়ে এবং আওয়ামী লীগের মাস্তানদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তারা। এই পুলিশ ও মাস্তানরাই লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে হামলা করে কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ এখন দিশেহারা। তাই তারা মরণ কামড় দিচ্ছে। জনগণের একদফার আন্দোলনের গণজোয়ারে অবৈধ সরকারের মসনদ অতলে তলিয়ে যাবে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান, কাজীবেলাল উদ্দিন, আবদুল মান্নান, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, মো. আলী, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অ্যাড. আবু তাহের, আনোয়ার হোসেন, নাজমুল মোস্তফা আমিন, ইসহাক চৌধুরী, খোরশেদ আলম, জসিম উদ্দিন, ডা. নুরুল আবছার, জাকির হোসেন, সিহাব উদ্দিন মোবিন, একেএম পেয়ারু, ইদ্রিস আলী, খোরশেদ আলম কুতুবী, নকিব উদ্দিন ভূঁইয়া, ইউছুপ শিকদার, আজিজ উদ্দিন মিন্টু, সরওয়ার উদ্দিন সেলিম, জান্নাতুন নাঈম রিকু, এস এম মফিজ উল্লাহ, আলাউদ্দিন আলী নুর, মো. ইলিয়াছ, সিরাজুল ইসলাম মুন্সী, আবু সাঈদ হারুন, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচি সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধতিন দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী