ক্ষমতা, ক্ষমতার ব্যবহার ও ক্ষমতার ভালো মন্দ

নাজনীন লাকী | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ক্ষমতা কী? ক্ষমতা মানে শক্তি কর্মক্ষমতা। ক্ষমতার ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। আমি যে ক্ষমতা সম্পর্কে বলতে চাই তা হলো কর্মক্ষেত্রের ক্ষমতা। ক্ষমতা সবাই পায় না। সবার সে সুযোগ আসেও না। যারা লালায়িত যারা এটা পেতে মরিয়া এবং অবশ্যই এর জন্য কাজ করে কিংবা সাধনা করে তারাই শুধু এটার স্বাদ উপভোগ করে। প্রভু কাউকেই নিরাশ করেন না। ক্ষমতা পেলেন, অনেক সাধনা করেই পেলেন। এখন কী কাজ আপনার বলেন তো! পূর্ববর্তী

 

ক্ষমতাবান এক শ্রেণির উপদেষ্টা, পরামর্শদাতা নিয়ে কাজ করে গেছেন। টিকে থাকার লড়াই করে গেছেন। আপনিও সেই পথ অনুসরণ করবেন কি? তবে সেক্ষেত্রে ইতিহাস দেখেন, তাদের পরিণতি একটু ভাবেন। তারাও বা উনারা তেল মারা পার্টির কবলে হাবুডুবু খেয়েছেন এবং ভুল মানুষের সংস্পর্শে ছিলেন।

সিদ্ধান্ত নিবেন? নিজের বিবেক ও মাথাটা একটু খাটিয়ে নিজ বুদ্ধি কাজে লাগান। আপনি কী, কেমন, কী আপনার বৈশিষ্ট্য আর নৈতিকতা সেটা বিবেকের সাথে আবেগ মিশিয়ে একটু ভাবুন আর এরপর সিদ্ধান্তে পৌঁছান। তখন আপনা আপনি টিকে থাকবেন এবং ইতিহাস হয়েও রইবেন। এটা আমার বিশ্বাস এবং এটা

আমার অভিজ্ঞতাও বটে। যে ক্ষমতায় আপনাকে পরবর্তী দিন কেউ সম্মান দিবে না, যে ক্ষমতায় আপনি ঐ অবস্থানে পুনরায় আসতে পারবেন না, তবে সে ক্ষমতার অপব্যবহার না করাই উত্তম। প্রভু সবাইকে বুঝার তৌফিক দান করুক। নিজের কথার ঢোল পিটিয়ে ক্ষমতা বুঝনোর প্রয়াসের সুযোগ নিলাম না হয় একটু।

অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর, মজাদার কিংবা অধিক্যতা মনে হতে পারে। তবুও বলে যাই। আমারটা আমাকে বলতে হবে। আমি যখন ক্ষমতাবান হবো তখন হয়তোবা কেউ ঢোল পিটিয়ে দিবে বৈকি। আপনি সুযোগ পেয়েছেন, তবে তা কেন সঠিকভাবে কাজে লাগাবেন না? আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয়

তবে তো এটা ঈশ্বরকেই খুশি করাই হলো– ‘জীবে দয়া করে যে জন, সেইজন সেবিছে ঈশ্বর’, ক্ষমতা সম্পর্কে জানুন, বুঝুন, ব্যবহার করতে শিখুন। ভালোমন্দ মিলেই জীবন। জীবন উপভোগ করুন ক্ষমতার অপব্যবহার করে নয়। ক্ষমতাকে কাজে লাগিয়ে, গঠনমূলক কাজের মাধ্যমে। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষমতাবান এবং মানুষের জীবনের মঙ্গল আর কল্যাণে সে ক্ষমতার প্রয়োগ ঘটুক।

পূর্ববর্তী নিবন্ধহলে খাবারের মান বৃদ্ধি করা হোক
পরবর্তী নিবন্ধকী উৎসবে কী বেদনায় বসন্ত ছুঁয়ে যায় সবার প্রাণে