আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে নির্বাচন হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সরকার আবারও ওইভাবে নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা জনগণের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আমাদের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা দেখেছি যে এটা কখনই সম্ভব না যদি বর্তমান শাসকগোষ্ঠি বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব। খবর বিডিনিউজের।
তিনি বলেন, সেই কারণে বলেছি যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যেন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।
এই দাবিতে দেশের সব রাজনৈতিক দল এখন একমত–এই দাবি করে ফখরুল বলেন, এখানে বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, একথাটা কখনোই মুখ্য নয়। মুখ্য হচ্ছে, মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা ১৯৭১ সালে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম জনগণকে। এক্ষেত্রে সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকে সেজন্য এই মিডিয়া সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
আওয়াামী লীগ বিভিন্ন কৌশলে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করছে দাবি করে বিএনপি মহাসচিব বিভিন্ন সংবাদপত্র বন্ধ করে দেওয়া, সাংবাদিক নির্যাতন–গ্রেপ্তার, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন, সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যার তদন্ত শেষ না হওয়ার কথা বলেন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ডেনমার্কসহ কয়েকটি দেশের কূটনীতিকও ছিলেন এই অনুষ্ঠান।











