ক্ষমতার পালাবদল নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায় মানুষ

মহানগর জামায়াতের রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এই দেশের মানুষ এখন আর ক্ষমতার পালাবদল চায় না, তারা চায় একটি গুণগত রাজনৈতিক পরিবর্তনযেখানে সত্য, ন্যায়, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। বর্তমান সময়ের রাজনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, প্রশাসনিক দুর্নীতি এবং নৈতিক অবনতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন আদর্শিক নেতৃত্ব ও সুসংগঠিত কর্মী বাহিনী। মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত গতকাল বৃহস্পতিবার দেওয়ানবাজারস্থ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসাইন, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী (সিসিএ)-এর সভাপতি মুহাম্মদ সেলিম জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সেমিনার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গাড়ীর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা মহিলার