ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের পদলেহনেও লজ্জা পায় না

বহদ্দারহাট চত্বরে সমাবেশে নাছির

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব ঘোষিত নাশকতানৈরাজ্য বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপিজামাত জোট অসাংবিধানিক পন্থায় জোর করে ক্ষমতা দখল করে ২০০১ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায়। সে সময় হত্যাধর্ষণঅগ্নিসংযোগ ও লুণ্ঠনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করতে যে তাণ্ডব ঘটিয়েছিলো সেই দুঃসহ অভিজ্ঞতা জনগণ ভুলেনি। আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে ২০০১ সালের পুনরাবৃত্তির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

গতকাল শুক্রবার বিকেলে বহদ্দারহাট মোড় চত্বরে ৪, , , , ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে বিএনপির নাশকতানৈরাজ্য বিরোধী এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ... নাছির উদ্দীন বলেন, পথহারা বিএনপি এখন রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে দূতাবাসমুখী হয়েছে। বিএনপি নেতারা ইদানিং ঘন ঘন বিদেশি দূতদের সাথে লাঞ্চডিনারব্রেকফাস্ট সারছেন। তারা ক্ষমতার জন্য এতই ক্ষুধার্ত যে বিদেশি প্রভুর পদলেহনে তাদের বিন্দুমাত্র লজ্জা নেই। এমন নির্লজ্জ বেহায়াদের রাজনীতি করা মানায় না। তাদের চির নির্বাসন দেয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্ভরতা জনগণ, কোনো বিদেশি প্রভু নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকবোই। জনগণই আমাদের ক্ষমতার উৎস।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার বিজয় কৃষান চৌধুরী, হাজী বেলাল আহমদ, মহিউদ্দিন বাচ্চু এমপি, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, সাহাব উদ্দীন আহমদ, আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ইউনুছ কোম্পানী, মো. নাজিম উদ্দীন চৌধুরী, হারুনুর রশিদ, এড. আইয়ুব খান, আশরাফুল আলম, শেখ সরওয়ার্দী, এড. শাহেদুল আজম শাকিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআকিকার দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধগাউছুল আযম গোলামুর রহমানের খোশরোজ আজ