ক্ষমতায় গেলে অভ্যুত্থানের ‘শহীদদের’ নামে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান : তারেক

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রজনতার অভ্যুত্থানে ‘শহীদদের’ নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের এই ভাবনার কথা জানান তারেক। খবর বিডিনিউজের।

তিনি বলেন, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনের সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারাদেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেনএই মানুষগুলোর নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায় হোক, জেলা পর্যায় হোক, বিভাগ পর্যায় হোক, ঢাকা শহরে হোক, এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারব জানি না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন, সেটা আমরা করব।

আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক বলেন, আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার তহবিলে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধসেনানীড় ও স্বপ্নচূড়ার নির্মাণ কাজের ভিত্তি স্থাপন