কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১১১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৮০২ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। গত বুধবার কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ জনের হাতে এই চেক তুলে দেয়া হয়। দীর্ঘদিন পর ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভূমি মালিকরা। তারা এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর বাসসের।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এই প্রকল্পে ভূমি অধিগ্রহণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি টাকা। এর আগে বিভিন্ন ধাপে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ২০০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিমান বন্দর প্রকল্প পরিচালক, সরকারের উপ-সচিব শফিকুল ইসলাম।












