ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের আবেদন সোমবার থেকে

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২৭ পূর্বাহ্ণ

‘মীরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এল এ মামলা নং-১৩/২০১৭-১৮ মূলে অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত মগাদিয়া মৌজার ভূমি মালিকদের ক্ষতিপূরণের আবেদন জমা নেয়ার জন্য মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ১২ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ক্যাম্পে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমির প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করা যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক জানান, ক্ষতিগ্রস্ত পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে উপজেলায় ক্যাম্প করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে ক্যাম্প করার কারণে অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে না গিয়ে সরাসরি উপজেলা ক্যাম্পে আবেদন সাপেক্ষে তার সমস্যার কথা বলতে পারবে। এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত শেষে দ্রুত সময়ে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিপূরণের চেক প্রদান করা হবে। তিনি আরো জানান, ‘মীরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার উদ্যোগে মৌজা ভিত্তিক কার্যক্রম চলমান রয়েছে। হয়রানি ও ভোগান্তি ছাড়াই ক্ষতিগ্রস্ত জমির মালিকদের দোরগোড়ায় ক্ষতিপূরণের চেক পৌঁছে দিতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও অফিস সহকারীরা কাজ করে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ও গত ৫ অক্টোবর মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রকল্পের ক্ষতিগ্রস্ত কিছু ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ নিয়েই ফের নির্বাচনী সমাবেশের ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধহাজী আবদুস সবুর