ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

খাগড়াছড়িতে সহিংসতায়

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সামপ্রতিক সময়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার দুপুরে তিনি খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার ও গুইমারার রামেসু এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সচিব বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়েছে। পার্বত্য উপদেষ্টাও বিষয়টি অবগত আছেন। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।

এসময় তার সঙ্গে খাগড়াছড়ির জেলাপ্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছাবে গ্রাম আদালত’
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন