ক্ষতিগ্রস্তদের টিন ও অর্থ বিতরণ করলেন এমপি ওয়াসিকা

আনোয়ারায় অগ্নিকাণ্ড

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গতকাল সোমবার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। ইতোপূর্বে ওয়াসিকা আয়শা খান এমপির আবেদনের প্রেক্ষিতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের জন্য ৩০০ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৯লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিতরণকালে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তড়িৎ গতিতে৷ দেশের সাধারণ মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালবাসা এই প্রাণশক্তির উৎস। তিনি ভূমিহীনগৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল। তাঁর রূপান্তরকারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা। চলমান উন্নয়নকে অব্যাহত রেখে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তাঁকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এসময় স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পূর্বে, ওয়াসিকা আয়শা খান এমপি বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে তার নিজ বরাদ্দ হতে নবনির্মিত ১জন বিধবা নারীর ঘর উদ্বোধন করেন। উল্লেক্য, তিনি মুজিববর্ষ হতে তার সংসদীয় আসনের অনুকূলে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প হতে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় একশ’র অধিক গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিএনপি ও জামাতের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা