ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে হবে : মেয়র

বালুছড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নানা ধরনের বিপদ ও দুর্বিপাক এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হলেও একেবারে নিঃস্ব হয়ে পড়ে না। তবে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্তদের সহায়-সম্বল কিছুই থাকে না, ছাই হয়ে যায়। খোলা আকাশের নীচে ঠাঁই নেয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। তাই তাদের পাশে কেউ যদি না দাঁড়াই তা হলে তাদের বেঁচে থাকাটাই আজন্মের পাপ প্রতীয়মান মনে হয়। এই অবস্থায় তাদের পরিত্রাণে আমাদের সামর্থকে উজার করে দিতে হবে। তিনি গতকাল শনিবার সকালে বালুছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর গাজী শফিউল আজিম, সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ। পরে মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেক পরিবার প্রতি পঁচিশ কেজি চাল ও নগদ অর্থ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গ চায় বাংলা সংস্কৃতির পূর্ণ বিকাশ
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস্‌ ক্লাবে বড়দিন উদ্‌যাপন