ক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসবের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসবের গ্র্যান্ড ফাইনাল গত ২৬ জানুয়ারি নাসিরাবাদ অক্সিজেন স্পোর্টস জোনে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে ফুটবল ইভেন্টে ডিএফএল ডমিনেটর ১০ গোলে ডাইয়িং সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিটিএএল ফাইটারস ৯ উইকেটে কিথ ভরটেক্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, ক্লিফটন গ্রুপের পরিচালকবৃন্দ আলী হায়দার চৌধুরী, জয়নুল আবেদিন চৌধুরী, মিনহাজুল আবেদিন চৌধুরী, রিদুয়ানুল আবেদিন চৌধুরী, ফারহাদ জাহান চৌধুরী, নিলুফার জাহান চৌধুরী, সৈয়দা জাহানারা বেগম। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, বিজিএমইএ পরিচালক সাইফউল্লাহ মনসুর, ক্লিফটন গ্রুপের পরিচালক (মার্চেন্ডাইজিং) আশুতোষ বিশ্বাস, নির্বাহী পরিচালক আয়েশা চৌধুরী মাইশা, নির্বাহী পরিচালক কৃষ্ণপদ দাশ, চীফ কনভেনার ও পরিচালক অপারেশন্স আতিকুর রহমান, সিজেকেএস সদস্য সৈয়দ গিয়াসউদ্দীন মাহমুদ হেলাল। এছাড়াও ক্লিফটন গ্রুপের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ফুটবল ও ক্রিকেট উভয় বিভাগের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমাদার্শা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধএশিয়ান কাপের আগে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের