ক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব শুরু

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হয়েছে। গতকাল ৯ জানুয়ারি শুক্রবার নাসিরাবাদ রুবি গেইটস্থ অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়। ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন ক্লিফটন গ্রুপের পরিচালক আলী হায়দার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের পরিচালক জয়নুল আবেদী, মিনহাজ উদ্দিন চৌধুরী, রিদুয়ানুল আবেদীন, নির্বাহী পরিচালক মিসেস মাসনুন ও মিসেস মাইসা, পরিচালক (মার্কেটিং) আশুতোষ বিশ্বাস, হেড অব স্টাবিলিসমেন্ট মো. ছদর উদ্দীন রয়েল, ক্রীড়া উৎসব কমিটির চীফ কনভেনার মোহাম্মদ আতিকুর রহমান, কনভেনার অলক বড়ুয়া, কোকনভেনার মির্জা মো. আবু হোসাইন (টিপু), মো. মোমিনুল হক ও মো. সাইফুদ্দীন (সাইফ)। ফুটবল ইভেন্টের উদ্বোধনী ১ম খেলায় ক্লিফটন গ্যালাক্সিকে ৭০ গোলে হারিয়েছে ডিএফএল ডমিনেটর আর ২য় খেলায় সিটিএএল ফাইটারসকে ২১ গোলে হারিয়েছে ডাইয়িন সুপার কিংস। ক্রীড়া উৎসবে ১০টি ফুটবল দল ও ৮টি ক্রিকেট দল সহ মোট ১৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ক্লিফটন গ্যালাক্সি, ডাইয়িং সুপার কিংস, সিটিএএল ফাইটারস, সিসিএমএল ওয়ারিয়স, কিথ ভরটেক্স, ডিএফএল ডমিনেটর, ভেনচুরা রয়েলস, ইলাসট্যান্স কিনথ স্টারস।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স কাপ ফুটবলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধতামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের ক্ষুব্ধ প্রতিক্রিয়া