মৌলভীবাজারের লাউয়াছড়া বনে সংযোগ ক্লিপ ভেঙে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এ সময় পাঁচটি বগি রেখেই ট্রেনটি বেশ কিছু দূর চলে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন গতকাল রোববার বলেন, দুপুর ১টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় সিলেট থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সংযোগস্থলের ক্লিপ ভেঙে পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি বেশ কিছু দূর চলে গিয়েছিল। পরে আবার গিয়ে পাঁচটি বগি সংযোগ করে। প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান রেলওয়ে কর্মকর্তা। খবর বিডিনিউজের।
কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘পাঁচটি বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ট্রেনের গার্ড চালককে সঙ্গে সঙ্গে বিষয়টি জানান। তখন চালক ট্রেনের ব্রেক কষেন।’ এই সময় এ পথে অন্য কোনো ট্রেন না থাকায় কোনো সমস্যা হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান স্টেশন মাস্টার কবির আহমেদ।