ক্লিন সিটি গড়তে জাইকার সহযোগিতা চাইলেন মেয়র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতামুক্ত ‘ক্লিন সিটি’ হিসেবে গড়তে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার দুপুরে নগর ভবেেনর টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে জাইকার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহযোগিতা চান।

মেয়র বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বন্দরনগরী। এ নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি ও আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ উন্নয়নে জাইকার অভিজ্ঞতা চট্টগ্রামের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে টেকসই পরিকল্পনা বাস্তবায়নে জাইকার সহযোগিতা প্রয়োজন।

জাইকা প্রতিনিধি দলে ছিলেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে রিপ্রেজেন্টেটিভ ওসাওয়া হিদেকি ও ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার আবদুল্লাহ বিন হোসাইন। চসিকের পক্ষে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যবিশারদ মুন্সী আব্দুল করিম
পরবর্তী নিবন্ধআনন্দলোকে মঙ্গোলালোকে