ক্লিন সিটি গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে

পরিচ্ছন্ন বিভাগের অনুষ্ঠানে মেয়র শাহাদাত

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ডা. শাহাদাত হোসেন।

গতকাল শুক্রবার পর্যটন নগরী কক্সবাজারের জারা কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের আয়োজনে হালিশহর টিজির ইনচার্জ মো. নুরুল আলমের বিদায় সংবর্ধনা ও পরিচ্ছন্ন বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্লিন সিটি বাস্তবায়নে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, নিয়মিত ও কার্যকর পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরিচ্ছন্ন কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ওপরই একটি স্বাস্থ্যকর নগরীর ভিত্তি নির্ভর করে।

মেয়র ডা. শাহাদাত হোসেন পরিচ্ছন্ন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশে বলেন, নগরীর ভোর শুরু হয় আপনাদের হাত ধরেই। বৃষ্টিরোদ, ঝুঁকি ও কষ্ট উপেক্ষা করে আপনারা যে নিরলস পরিশ্রম করেন, তার ফলেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশে চলাচল করতে পারে। আপনাদের এই অবদান চসিক সবসময় সম্মানের সঙ্গে স্মরণ করে এবং ভবিষ্যতেও কর্মীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরবাসীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও পানির ট্যাংকে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। এসব স্থান নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখলে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে। অনুষ্ঠানে তিনি পরিচ্ছন্ন বিভাগের বিদায়ী কর্মকর্তা মো. নুরুল আলমের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে বলেন, পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তাকর্মচারীদের আরও ঐক্যবদ্ধ হয়ে ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন, প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল হক মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, জাহেদ উল্লাহ রাশেদ, খোরশেদ আলম, রিপন কিশোর রায়, ইয়াছিন সোহেল, শফিকুল ইসলাম ভূঁইয়া, ইকবাল হোসেনসহ চসিকের পরিচ্ছন্ন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সুপারভাইজারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২৩নং ওয়ার্ডে শোকসভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাঠজুড়ে শীতকালীন সবজি, যাচ্ছে সারা দেশে