ক্লাস পরীক্ষা হয়নি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে

উপাচার্যের পদত্যাগ দাবিতে তিন ক্যাম্পাসে ঝুলছে তালা, দিনভর অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি, আজ সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার বিকাল থেকে নগরে অবস্থিত তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলছে। গতকাল নগরের জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড় তিনটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়নি কোনো ধরনের ক্লাসপরীক্ষা। শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জিইসি ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার বিকালে ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এছাড়া সকাল ১১টা থেকে উপাচার্য অনুপম সেন, উপউপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

এই বিষয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাইত উল্লাহ বায়াত আজাদীকে বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। আজ (বৃহস্পতিবার) সারাদিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। আগামীকাল সংবাদ সম্মেলন হবে। এরপর লাগাতার আন্দোলন হবে। তিনি বলেন, ভিসি, প্রোভিসি, ট্রেজারার এবং প্রক্টরিয়াল বডি যদি পদত্যাগ না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও কঠোরতম কর্মসূচির ঘোষণা দিবে।

পূর্ববর্তী নিবন্ধ‘জাতীয় পতাকা সার্বভৌমত্বের প্রতীক, এটাকে অসম্মান করা যাবে না’
পরবর্তী নিবন্ধনভেম্বরে মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশ