ক্লাব ৯৬ এর আত্মরক্ষা বিষয়ক কর্মশালা

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দেশে নারী এবং শিশু নির্যাতনের প্রতিবাদে ক্লাব ৯৬ এর উদ্যোগে গত ১৬ ও ১৭ অক্টোবর ক্লাব ৯৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আত্মরক্ষা বিষয়ক কর্মশালা’। কর্মশালায় শিশু এবং নারীদের যে কোন পরিস্থিতিতে বিপদ মোকাবেলা করার কৌশল শেখানো হয়। কর্মশালা উদ্বোধন করেন ক্লাব ৯৬ এর আহবায়ক আবু মোহাম্মদ ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, গোলাম কাদের মুরাদ, ইশতিয়াক মাহমুদ জেনিথ, সঞ্জয় দাশ ভোলা প্রমুখ। চট্টগ্রাম এর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও তাদের মায়েরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। শিশুদের সার্বক্ষণিক স্বাস্থ্য পরিক্ষায় ছিলেন ডা. রাজীব পাল, ডা. মহিউদ্দিন চৌধুরী ও ডা. ঐশী বড়ুয়া। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় উশু দলের সাবেক খেলোয়াড় ফখরুল আলম বিটু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক মঞ্জুরুল
পরবর্তী নিবন্ধবিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার মিশরের বাহাদের