ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ১২৫ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ জিতে ৪২ মিলিয়ন ডলার প্রাইজমানি পেয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার ক্লাব বিশ্বকাপে তার তিনগুণ বেশি প্রাইজমানি পেতে যাচ্ছে চ্যাম্পিয়ন ক্লাবটি। নতুন আঙ্গিতে ৩২ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটির জন্য সর্বমোট ১ বিলিয়ন ডলার প্রাইজমানি রেখেছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত। মোটকথা অংশগ্রহণ করা প্রত্যেকটি দল পাবে ভিন্ন অংকের প্রাইজমানি। এক বিবৃতিতে এই প্রাইজমানির পরিমাণ প্রকাশ করে ফিফা। সেখানে জানানো হয় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১২৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি। অংশগ্রহণকারী ৩২ দলের জন্য ৫২৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ৪৭৫ মিলিয়ন ডলার দেয়া হবে পারফরম্যান্স বোনাস হিসেবে। এখানে অংশগ্রহণ করা দলগুলো নিজেদের র‌্যাংকিং এবং ক্লাবের খ্যাতির দিক দিয়ে ভিন্ন ভিন্ন পরিমাণ প্রাইজমানি পাবে। ক্লাবগুলোর ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে যা চূড়ান্ত করেছে ফিফা। শ্রেণিবিভাগ করা হলে ইউরোপিয়ান ক্লাবগুলো পাচ্ছে সর্বোচ্চ প্রাইজমানি।

সর্বনিম্ন ১২.৮১ মিলিয়ন থেকে সর্বোচ্চ ৩৮.১৯ মিলিয়ন ডলার দেওয়া হবে ইউরোপ থেকে অংশ নেয়া ক্লাবগুলোকে। যেখানে সবচেয়ে বেশি অর্থ পাবে রিয়াল মাদ্রিদম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। এছাড়া সাউথ আমেরিকার ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে ১৫.২১ মিলিয়ন ডলার। সেন্ট্রাল, নর্থ, ক্যারিবিয়ান, এশিয়া আফ্রিকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ ৯.৫৫ মিলিয়ন ডলার। আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নেয়া ক্লাব পার্টিসিপেশন মানি হিসেবে পাবে ৩.৫৮ মিলিয়ন ডলার। এছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে ফিফা। আগামী ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেফতার
পরবর্তী নিবন্ধপিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ, শর্তসাপেক্ষে নাহিদ