পুরুষ ও নারী গত দুই বিশ্বকাপের চেয়ে এবার ক্লাব বিশ্বকাপে দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। টুর্নামেন্ট থেকে আয় করা কোনো অর্থ না রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা বুধবার ঘোষণা করেছে, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার। আসছে ক্লাব বিশ্বকাপের অর্থায়নের কিছু বিষয়ও তুলে ধরেছে ফিফা। সমপ্রতি টুর্নামেন্টের সমপ্রচারক ও প্রধান স্পন্সরের সঙ্গে চুক্তি করার কথা বলেছে তারা। প্রাইজ মানি ঘোষণার বিবৃতিতে ফিফা জানিয়েছে, আসছে এই টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। একই সঙ্গে নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।