ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস (সিওসি) লিমিটেডের ১৭৮তম মাসিক বন্ধু সভা গত শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সিওসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিওসি–৮৬ এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন। সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদুয়ান ও অধ্যাপক বিজয় ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কানাডা প্রবাসী ডা. শাহেদুর রহমান চৌধুরী, ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. গৌতম চৌধুরী, ডা. সাগর চৌধুরী, প্রকৌশলী সিদ্ধার্থ শংকর সরকার, জয়ন্ত চৌধুরী, পুলক দত্ত, ডা. আবু তোহা মোহাম্মদ রিজুয়ানুল হক ভূঁইয়া, প্রকোশলী মোহাম্মদ আযম, ডা. ঈসা চৌধুরী, ডা. আবু তারেক সুমন, কিরণ আজাদ, আমজাদ হোসাইন চৌধুরী, মাহাবুবুর রহমান বাহার, শাহ মোহাম্মদ ইমরান, জাহিদ হোসেন, শহীদ নইম, আযমল আহমদ, সোহেল জাহান, শেখ ফজল আজিম, মোহাম্মদ শহীদ উল্লাহ, আনোয়ারুল হাসান চৌধুরী, আনোয়ারুল করিম টিটু, মাহফুজুল হক সেলিম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিওসি–৮৬ একটি পরিবার। ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস ৮৬ ব্যাচ নিজ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ও দুস্থ শিশুদের মধ্যে বই, পোশাক ও খাদ্য বিতরণ করেছে। সামাজিক দায়বদ্ধতার কাজগুলো সিওসি আরও জোরালোভাবে করে যাবে সামনের দিনগুলোতে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় অনুষ্ঠানে ডা. মো. সালাহউদ্দিনকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












