‘ক্রোধকে জয় করতে হবে মৈত্রীর দ্বারা’

রাঙ্গুনিয়ায় সংঘদান অনুষ্ঠান

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বুদ্ধ মহাধাতু চৈত্যসহ ৩৬টি বিহার ও কুঠিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক শীলানন্দ মহাস্থবির প্রকাশ ধুতাঙ্গ ভান্তে বলেছেন, মৈত্রীর দ্বারা ক্রোধকে জয় করতে হবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে। রাঙ্গুনিয়ায় বুদ্ধ মহাধাতু চৈত্যে বুদ্ধ প্রতিবিম্ব, অষ্টপরিস্কার ও সংঘদান অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক সংঘনায়ক ও রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অঞ্জন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল রনজন চাকমার স্ত্রী রীপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলুৎফল খীসা, উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রদ্যুত বড়ুয়া টাবু, সদস্য পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে ছবি আঁকার খেলায় মাতল হরিজন শিশুরা
পরবর্তী নিবন্ধউত্তরা মোটর্সে মারুতি সুজুকি ইন্ডিয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ