ক্রোকী পরোয়ানা এক মাসের মধ্যে তামিলের নির্দেশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

ক্রোকী পরোয়ানাসহ সকল ধরনের প্রসেস আগামী ১ মাসের মধ্যে তামিল করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রবিউল আলম। গতকাল সকালে সিএমএম আদালতের সম্মেলন কক্ষে পুলিশম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেছেন, বিপুল সংখ্যক ক্রোকী পরোয়ানা জারি থাকলেও সেগুলো তামিল হচ্ছে না, এ বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়া প্রয়োজন। ক্রোকী পরোয়ানা তামিল না হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচারপ্রার্থীরা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্ব এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মেহনাজ রহমান, জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শারীফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, এবং মো. অলি উল্লাহ্‌, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচএম জিয়াউদ্দিন, সিএমপির পক্ষে ডিসি (দক্ষিণ জোন) মোহাম্মদ জসিম উদ্দিন, এডিসি (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, এসি ডিবি (উত্তর) মো. কামরুল হাসান, এসি (প্রসিকিউশন) ওয়াহিদ উল্লাহ্‌সহ নগরীর ১৬ থানার ওসি। কনফারেন্সে পিবিআই (চট্টগ্রাম মেট্রো)-এর পক্ষে পুলিশ সুপার নাইমা সুলতানা, র‌্যাব৭ এর পক্ষে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আনোয়ার এবং সিআইডির পক্ষে পুলিশ পরিদর্শক এ এম ফারুক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মন্নান, ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. চিন্ময় বড়ুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্রো) উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সময়ে টাকা পাচার হয়েছে, ফেরত আনতে সুযোগ দিয়েছে সরকার : কাদের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন