নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর উত্তর পাশে ক্রেনবাহী গাড়ির চাপায় কাঞ্চন দেবনাথ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে। নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার পুলিন বিহারী দেবনাথের ছেলে।
বাকলিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ আজাদীকে বলেন, শাহ আমানত ব্রিজের উত্তর পাশে ব্রিজ থেকে নামার সময় ক্রেনবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে।