বন্দরনগরী চট্টগ্রামে ACCA প্রেগ্রাম পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান “দ্য প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) গত ৭–৮ নভেম্বর ২০২৫ তারিখে “Comprehensive Credit & Export Monitoring Training” শীর্ষক দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।
ব্যাংক কর্মকর্তাদের ক্রেডিট অপারেশন, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স, রপ্তানি লেনদেন পর্যবেক্ষণ এবং আইনি প্রক্রিয়া সম্পর্কিত পেশাগত দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।
প্রশিক্ষণে ক্রেডিট ডকুমেন্টেশন ও শ্রেণীকরণ, ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া, অর্থঋণ আদালতের কার্যপ্রণালী, রপ্তানি লেনদেনে অনিয়ম সনাক্তকরণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ঝুঁকি এবং প্রতারণাপূর্ণ শিপমেন্ট চিহ্নিতকরণের মতো প্রাসঙ্গিক ও ব্যবহারিক বিষয়াদি উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কেস স্টাডি এবং নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন মুহাম্মদ কেফায়েত উল্লাহ (জুয়েল) (যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম),আব্দুল্লাহ আল মাহবুব(উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম),আবু সালেম মোহাম্মদ নোমান( যুগ্ম জেলা ও দায়রা জজ),মোতাহের হোসান, CDCS, CAMS (সিনিয়র ট্রেড ফাইন্যান্স প্রফেশনাল) এবং তানভীর আহমেদ, CDCS, CAMS (সিনিয়র ট্রেড অপারেশনস প্রফেশনাল) ।
অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণটি বর্তমান ব্যাংকিং কার্যক্রমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্য প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) ভবিষ্যতেও ব্যাংকিং ও আর্থিক খাতের সক্ষমতা উন্নয়নে এ ধরনের পেশাগত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান প্রতিষ্ঠান পরিচালক মহিউদ্দিন সুমন।











