বিশিষ্ট ক্রীড়া সংগঠক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বায়েজিদ লিংক রোডে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি এবং তার স্ত্রী রোকসানা আলম মারাত্মক আহত হন। তাদেরকে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা এখন আশংকামুক্ত। গাড়িতে থাকা তার ছেলে হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।
এদিকে গতকাল তাকে হাসপাতালে দেখতে যান বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস সহ ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা। তারা সিরাজুদ্দিন মো. আলমগীরের জন্য সবার দোয়া কামনা করেছেন।