ক্রীড়া সংগঠক বাসেত স্মরণে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের সভা

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব এর সভাপতি ও সিজেকেএস এর আবদুল বাসেতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। গত বুধবার বাদে যোহর বদরপাতি শাহী জামে মসজিদের খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব তাদের সাবেক সভাপতিকে স্মরণ করে। স্মরণ সভায় ক্লাবের কর্মকর্তারা বাসেতের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে। এছাড়া হযরত শাহ আমানত দরগাহ সংলগ্ন এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এটা ক্লাবের সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউইজডেনের সেরা দশে বাংলাদেশের দুই ছবি
পরবর্তী নিবন্ধসাকিব-তামিমের লড়াইয়ে সাকিবের জয়