বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই প্রতিযোগিতা গত বুধবার চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, ফুটবল কোচ আব্দুস শুকুর রানা, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক গিয়াস উদ্দীন বাবরসহ ক্রীড়ামোদি দর্শকবৃন্দ। উক্ত বাছাই কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে ৭৫ জন ফুটবলার অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৫ জনকে বাছাই করা হয়। এই প্রতিযোগিতা হতে বাছাইকৃত ৫ জন ফুটবলার চট্টগ্রাম জেলার হয়ে বিভাগীয় অনুশীলন ক্যাম্পে অংশ গ্রহণ করবে।