চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সিজেকেএস ক্লাব সমিতির প্রতিনিধিবৃন্দের এক মতবিনিময় সভা গত ১৫ সেপ্টেম্বর সিজেকেএস সভা কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ক্লাব সমিতির প্রতিনিধিবৃন্দ চট্টগ্রামের স্থবির ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণে ব্যাপারে মতামত ব্যক্ত করেন। সিটি মেয়র এবং জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সিজেকেএস ক্লাব সমিতিকে আসন্ন মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজনে মাঠ বরাদ্দ ও ক্লাব সমিতির কার্যক্রম পরিচালনার জন্য অফিস কক্ষ বরাদ্দ প্রদান করা হয়। সিজেকেএস ক্লাব সমিতিকে খেলাধুলাসহ সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক ও মেয়র। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, ক্লাব সমিতির অতি: সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ একেএম আবদুল হান্নান আকবর।












