এবছর বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন নতুন করে স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা, সীমাবদ্ধতার দেয়াল ভেঙে একের পর এক সাফল্যের গল্প লিখেছে লাল–সবুজের প্রতিনিধিরা। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিঙ থেকে শুরু করে আর্চারি ও দাবা সহ প্রায় প্রতিটি অঙ্গনেই বাংলাদেশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আত্মবিশ্বাসে ভরপুর।
ফুটবল
ফুটবলে এবছর নতুন করে আলো ছড়িয়েছে লাল–সবুজেরা। দীর্ঘদিন পর জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোর পারফরম্যান্সে ফিরেছে আশার আলো। পুরুষ দলের সবচেয়ে স্মরণীয় সাফল্য ছিল ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ১–০ গোলের ঐতিহাসিক জয়। শেখ মোরসালিনের একমাত্র গোলে আসা এই জয়টি ছিল ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের প্রথম বিজয়। এর আগে ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্য ম্যাচে বাংলাদেশ হংকংয়ের মাঠে ১–১ গোলে ড্র করে। ৫ ম্যাচে হামজার ৪ গোল ছিল দেখার মতো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যে বাংলাদেশ ভুটানকে ২–০ গোলে হারিয়ে শুভ সূচনা করে এবং সেই সাথে নেপালের বিপক্ষে কাঠমান্ডু ও ঢাকা উভয় ভেন্যুতেই যথাক্রমে ০–০ ও ২–২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।অন্যদিকে, মিয়ানমারে এএফসি নারী এশিয়া কাপ বাছাইয়ে বাহরাইনাকে ৭–০ গোলে হারানোর পর মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। একইসাথে তুর্কমেনিস্তানকে ৭ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বাঘিনীরা।এছাড়াও, সাফ অনূর্ধ্ব–২০ মহিলা চ্যাম্পিয়নশিপ এ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বাংলাদেশ ২০২৫–এর শিরোপা জিতেছে এবং এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে।
ক্রিকেট
পুরুষদের ক্রিকেটে এবছর এশিয়া কাপে টি২০ তে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয় এবং বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ জয়ের মাত্রা ছিল অন্যরকম যেখানে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে এলিট প্যানেলে নাম লেখান মুশফিকুর রহিম। এছাড়াও, জুন–জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ হারলেও, ওয়ানডে ও টি–টোয়েন্টিতে জয় ছিনিয়ে আনে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ও ছিল গুরুত্বপূর্ণ অর্জন। দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও টুর্নামেন্টেও সাফল্য ছিল। বাংলাদেশ ‘এ’ দল রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে রানার্স–আপ হয় ।অন্যদিকে, ২০২৫ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে; তারা লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট কাটে এবং মূল আসরে কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয় তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে ঐতিহাসিক ওয়ানডে জয় এবং ৩০টি টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে ১৫টিতে জয়লাভ করা ছিল এ বছরের অন্যতম অর্জন।











