অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক সরকারি সফরে চট্টগ্রাম আসছে আজ। সকালে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণের পর তিনি আসবেন সার্কিট হাউজে। এরপর তিনি যাবেন সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে। আগামী ২৯ অক্টোবর থেকে এই মাঠে শুরু হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তিনি সে ম্যাচের জন্য কতটা প্রস্তুত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম তা পরখ করবেন। এরপর সেখানেই তিনি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। এরপর ক্রীড়া উপদেষ্টা ফিরবেন সার্কিট হাউজে। এবং সেখানে বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সাথে সভায় মিলিত হবেন।