ক্রিয়েটিভ কমিউনিটি ইনস্টিটিউটের সঙ্গে মা ও শিশু হাসপাতালের সমঝোতা স্বাক্ষর

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) সহ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের সঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইন্টার্নশিপের সুবিধা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা ও পেশাদারিত্বের মানোন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার এ সমঝোতা স্মারক সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউসিটিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার, সিএসি বিভাগের সহযোগী অধ্যাপক এমএম মোশাররফ হোসেন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক এস এম শহীদুল আলম। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডন্ট সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মো. রেজাউল করিম আজাদ, মেম্বার ইসি হারুন ইউচুপ, ডাইরেক্টর ডা. মো. নুরুল হক, ডেপুটি ডাইরেক্টর (এডমিন) মো. মোশাররফ হোসেন, ডেপুটি ডাইরেক্টর (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. একেএম আশরাফুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের আলোচনা সভা ও দোয়া মাহ্‌ফিল
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের অফিসিয়াল ক্লাব ভিজিট