আসন্ন তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ ও সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য সম্প্রতি ক্রিসেন্ট ক্লাবের কার্যনির্বাহীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে ফুটবল দল পরিচালনার জন্য মো. আবুল ফয়সাল চৌধুরী চেয়ারম্যান ও মোহাম্মদ মাহমুদ হাসান খান জগলুলকে সম্পাদক করে ফুটবল কমিটি গঠন করা হয়েছে। সভায় বক্তারা লিগে দলের সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।