ইউক্রেনে রাশিয়ার সেনাদের সরবরাহ পাঠানোর প্রধান পথ ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণ ঘটেছে বলে খবর দিয়েছে ইউক্রেনীয় গণমাধ্যম। সোমবার রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি এক পরিস্থিতিতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনায় দুইজন নিহত ও এক শিশু আহত হয়েছে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তারা। খবর বিডিনিউজের। বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেকে সংযোগকারী ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে কোনো যানবাহন দেখা যায়নি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া কথিত সামরিক অভিযান শুরু করার পর বড় ধরনের একটি বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতুটি পার হয়েছিলেন। ক্রিমিয়ার রাশিয়ার নিয়োগকৃত গভর্নর সের্জেই আকসাইওনভ জানিয়েছেন, সেতুটির ১৪৫তম পিলারে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সেতুটির ক্রাইমিয়ার কাছাকাছি অংশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পিলার ক্ষতিগ্রস্ত হয়নি।