ক্রিমরোলের প্লাস্টিকের প্যাকেট থেকে হত্যার রহস্য উন্মোচন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

বাড়বকুণ্ডের গহীন পাহাড় থেকে মো. এরশাদ (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন আটক আসামি মীর হোসেন। গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আওলাদ হোসেন জুনায়েদ এর ২য় আদালতে হত্যার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আসামী মীর হোসেন। অপর আসামী কালা বুলেটকে আজ মঙ্গলবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন, গত শনিবার পাহাড়ের ভেতর থেকে মো. এরশাদের মরদেহ উদ্ধার করি। পরদিন ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলমতের মধ্যে থেকে ‘ক্রিম রোলের একটি প্লাস্টিকের প্যাকেট’ নিয়ে অনুসন্ধান শুরু করি। স্থানীয়দের মধ্যে একজন বলেন, একজনকেকে কেএসআরএম গেইট থেকে সকাল ৯টার দিকে কলা, বিস্কুট, পাউরুটি, সিগারেট, মিনারেল পানি কিনে নিয়ে পাহাড়ে যেতে দেখেছি। এর সত্যতা যাচাইয়ের জন্য কেএসআরএম গেইট সংলগ্ন প্রতিটি চা ও মুদির দোকানে ক্রিমরোল কিনতে যাই। ঘটনাস্থলে প্রাপ্ত ক্রিমরোলের ব্রান্ড অনুযায়ী ক্রিমরোল খুঁজতে থাকি। একপর্যায়ে ক্রিমরোলের বিক্রেতাকে খুঁজে পাই। জিজ্ঞাসাবাদে তিনি বলেন শনিবার সকাল ৯টার দিকে মীর হোসেন কলা, পাউরুটি, ক্রিমরোল, সিগারেট পানি কিনে নিয়ে পাহাড়ে গিয়েছিল। ওইদিন রাতেই মীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে আনা হয়। মীর হোসেনকে নিয়ে অনুসন্ধান শুরু করি। মীর হোসেনকে নিয়ে অনুসন্ধানকালে আরো ৩ জনের নাম উঠে আসে। তাদের বিরোধ ছিল মাদক ব্যবসা নিয়ে। পরে নিশ্চিত হই মীর হোসেন সহ অন্যান্যরা এরশাদকে হত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদলের দুই নেতাকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় নেতাদের সংবর্ধনায় ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি