ক্রিকেট নিয়ে বাজি বন্ধ করা হোক

| শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ক্রিকেট আমাদের জন্য দারুণ উপভোগ্য এক খেলার নাম। বর্তমান সময়ে চায়ের দোকানের সামনে ভিড় করা তরুণ, ছাত্র, কিংবা মাঝবয়সীসহ যারা আছেন, সবাই টেলিভিশনে ক্রিকেট খেলা দেখেন আর বাজি ধরেন। তাদের বাজি টাকার অঙ্কে খুব বড় নয়, কিন্তু তাদের এ নেশাটা ভয়ংকর হয়ে উঠছে। বাজি ধরতে গিয়ে অনেকে এরই মধ্যে সর্বস্ব খুঁইয়েছেন। যেকোনো খেলা নির্মল আনন্দ দেয়ার জন্য। যে গেম ছিল আমাদের জন্য আনন্দের তা আজ আমাদের সমাজের মানুষেরা জুয়ার মাধ্যমে অর্থ আয়ের উৎসে পরিণত করতে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক কোনও ক্রিকেট বা ফুটবল খেলা দেখার জন্য আমাদের মধ্যে এক আনন্দ বা উৎসব কাজ করতো সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। মাঠের পারফরম্যান্স নিয়ে চায়ের দোকানে ব্যাটসম্যানের প্রতিটি শট যদি বাজি ধরার বিষয় হয়ে যায়, তাহলে খেলার আনন্দ আর থাকে না। এ ধরনের জুয়া আমাদের সামাজিক শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজে বড় ধরনের কোনো সর্বনাশ হওয়ার আগেই লাগাম টেনে ধরতে হবে, বন্ধ করতে হবে এই অনৈতিক কর্মকাণ্ড। তাই আসুন ক্রিকেট নিয়ে বাজি না ধরি, খেলাটাকে বিনোদন হিসেবে গ্রহণ করি।

মো. রনি চৌধুরী

শিক্ষার্থী, প্রিমিয়ার ইউনিভার্সিটি

পূর্ববর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্যবিশারদ : ঐতিহ্য অন্বেষার প্রাজ্ঞ পুরুষ
পরবর্তী নিবন্ধএখতেলাফ ও ঐক্য