ক্রিকেট কোচেস অ্যাসো’র দোয়া ও ইফতার মাহফিল

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোমিনুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাসুমুদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান, অর্থ সম্পাদক আর ডি নাথ কাজল, সিনিয়র সদস্য আমিনুল হক, রাশেদ খান, আবু নেওয়াজ লিখন, ইকবাল আহমেদ বেলাল, ফয়েজউল্লাহ সুমন, মো. হাসান, মো. রাজিব, মো. তানভির, মো. সামাদ, মো. উজ্জ্বল প্রমুখ। এ সময় দেশবরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল খান এর আশু আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেছেন ম্যারাডোনা
পরবর্তী নিবন্ধজুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ফিরবেন হামজা