চিটাগাং ক্লাব আয়োজিত সিলেট বালিচেরা ভ্যালি ক্লাব এবং স্বাগতিক চিটাগাং ক্লাবের মধ্যকার ক্রিকেট এবং টেনিস দুটি সিরিজই জিতেছে স্বাগতিকরা। সাগরিকা উইমেন কমপ্লেঙ মাঠে উভয় ক্লাবের মধ্যে সৌজন্য ক্রিকেট ম্যচে চিটাগাং ক্লাব দল ১০৭ রানে জয় লাভ করে। এছাড়া সন্ধ্যে ৬টায় চিটাগাং ক্লাব টেনিস মাঠে অপর সৌজন্য লন টেনিস খেলায়ও চিটাগাং ক্লাব দল ৮–১ গেমে জয় লাভ করে। রাতে অতিথি ক্লাবটির সম্মানে প্লেয়ার বল নাইট আয়োজন করা হয় । অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। সিসিএল ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) এবং ও লন টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন) ও ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ চৌধুরী (রকি), অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল ক্রিকেট সাব কমিটির কনভেনর মীর্জা সালমান ইস্পাহানী। ক্লাব কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ ইয়াকুব, এবং বালিচেরা ভ্যালি ক্লাবের সি.ও.ও তাহসিন এ চৌধুরী, প্রেসিডেন্ট জি এম শিবলী, এবং অনারারি সচিব জাবেদ আশরাফ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসানুল আবেদীন চৌধুরী।